অনলাইন ডেক্স:
জেলা
লক্ষ্মীপুরের রামগতিতে
নিজ ঘর থেকে মহিউদ্দিন
(৫৮) নামের বিএনপির এক নেতার ঝুলন্ত
লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার
ছেলে মনির ও পুত্রবধূ নুপুরকে
আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। মঙ্গলবার
(৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার চরগাজী ইউনিয়নের চরআফজল গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত মহিউদ্দিন ওই ইউনিয়নের মৃত
মোস্তফা চুকু মিয়ার ছেলে ও ওই ইউনিয়নের ২
নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি।
স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি নেতা মহিউদ্দিনের প্রথম স্ত্রী দুই বছর আগে মারা যান। তিনি এক
মাস আগে দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রীকে ঘরে আনার পর আগের সংসারের
ছেলে মো. মনির ও তার স্ত্রী
নুপুর বেগমের সঙ্গে বিরোধ চলে আসছিল। সপ্তাহ আগেই ছেলে ও তার পুত্রবধূর
সঙ্গে মহিউদ্দিনের ঝগড়া হয়। সে সময় তাকে মেরে ফেলার হুমকি দেয় তারা। পরে মহিউদ্দিন নিরাপত্তা চেয়ে রামগতি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এর এক সপ্তাহের পর তার বসতঘরে
ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)) মো. কবির হোসেন বলেন, ‘উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য
লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা
সুরতহাল রিপোর্ট হাতে আসার পর জানা যাবে।