অনলাইন ডেক্স :
নারায়ণগঞ্জে গার্মেন্টস কর্মী মিমের হত্যাকারীদের শাস্তির দাবিতে সিরাজগঞ্জ থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে তৃতীয় লিঙ্গের লোকজন। সোমবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এর আগে একই দাবিতে সিরাজগঞ্জ শহরের স্টেশন বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা। আয়োজিত মানববন্ধনে কাঞ্চি নামে তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের এক সদস্য অভিযোগ করে বলেন, তিন বছর নারায়ণগঞ্জের মেঘলা নদী বউ বাজার এলাকায় ভাড়া থেকে গার্মেন্টসে চাকরি করতেন মিম ও তার স্বামী সাজু সরদার। কিন্তু শনিবার (২ আগস্ট) বিকেল ৩টার দিকে সাজু, তার মা ও ফুপাসহ মিমের মরদেহ সিরাজগঞ্জের কান্দাপাড়া গ্রামে নিয়ে আসে। সাজু প্রথমে বলে মিম বিষ খেয়ে মারা গেছে। পরে বলে তিনি গলায় ফাঁস নিয়ে মারা গেছে। এমন বিভ্রান্তিকর তথ্য শুনে গ্রামবাসী তাদের আটক করে। পরে আমরা মামলা করতে গেলে প্রথমে পুলিশ মামলা নিতে চায়নি। পরে ওসি সাহেবের পরামর্শে নারায়ণগঞ্জে গিয়ে সেখানকার থানায় যোগাযোগ করি। কিন্তু সেখানের ওসিও মামলা নেয়নি। আমরা চাই আমাদের ভাগ্নি হত্যার সুষ্ঠু বিচার হোক। হত্যাকারীদের ফাঁসি হোক। অপরদিকে নিহতের স্বামী সাজু বলেন, ঘটনার দিন আমি বাসায় না থাকায় এসে দেখি দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া পাচ্ছিলাম না। পরে জানালা দিয়ে দেখি মিম গলায় ফাঁস দিয়েছে। দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখি সে মারাগেছে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জে। এ কারণে এখানে মামলা নেওয়ার সুযোগ নেই। আমি তাদের মোবাইল নম্বর দিয়ে নারায়ণগঞ্জে পাঠিয়েছিলাম। তারা সেখানে গিয়ে আমাকে আর ফোন দেয়নি। থানায় এসে বিশৃঙ্খলা করেছে। এখন কোথায় যেন চলে গেছে।