তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে যাওয়ার পথে জুলাই শহীদের বাবার মৃত্যু

Date: 2026-01-23
news-banner

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা :

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় জুলাই অভ্যুত্থানে শহীদ ইমরানের বাবা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে নাসিরনগর-সরাইল আঞ্চলিক সড়কের ধরন্তী এলাকায় একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নাসিরনগর থানার ওসি শাহীনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ছোঁয়াব মিয়া (৫৫) নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামের বাসিন্দা। তিনি জুলাই অভ্যুত্থানে নারায়ণগঞ্জে শহীদ হওয়া ইমরানের বাবা।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, সরাইলের কুট্টাপাড়া মাঠে আয়োজিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় যোগ দিতে নাসিরনগর থেকে মোটরসাইকেলে রওনা দেন ছোঁয়াব মিয়া। ধরন্তী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এম এ হান্নান বলেন, “জুলাই-আগস্টে যারা শহীদ হয়েছেন, তাদের পরিবারের সদস্যদের সঙ্গে আজ সরাইলের কুট্টাপাড়ায় পরিচিত হওয়ার কথা ছিল বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। সে কারণে আমি ছোঁয়াব মিয়াকে জনসভায় আসার কথা জানিয়েছিলাম। কিন্তু দুঃখজনকভাবে পথে দুর্ঘটনায় তিনি প্রাণ হারান।”

তিনি নিহতের পরিবারের প্রতি বিএনপি পরিবারের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান।

এদিকে ছাত্র-জনতার আন্দোলনে সন্তান হারানো এক পিতার এমন করুণ মৃত্যুতে স্বজনদের মাঝে শোক ও বেদনার ছায়া নেমে এসেছে। পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

Leave Your Comments