থানায় এসে জনগন যেন হয়রানি না হয়: আইজিপি

Date: 2025-07-31
news-banner

অনলাইন ডেক্স :

দেশের মানুষকে হয়রানিমুক্ত সেবা দিতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল। থানায় এসে কেউ যেন অপমানিত না হয়, থানার দরজা যেন মানুষের জন্য সর্বদা খোলা থাকে। থানার পরিবেশ যেন আতঙ্কের নয়। থানাই হোক ন্যায় বিচারের ১ম ঠিকানা।আইজিপি বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে থানায় হয়রানিমুক্ত ও আইনগত সার্ভিস ডেলিভারি দেওয়ার মাধ্যমে জনআস্থা পুনরুদ্ধারে পুলিশের করণীয় শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরও বলেন, আমাদের পেছনের পথ ছিল ভুল সিদ্ধান্তের ফলাফল। আমরা জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছি, আমাদের আচরণও প্রশ্নবিদ্ধ হয়েছে। আমরা সকলে প্রতিজ্ঞা করি, আমরা যেন হয়রানিমুক্ত সেবা দেই। থানায় অভিযোগ করতে এসে কেউ যেন অপমানিত না হয়, থানার দরজা যেন মানুষের জন্য খোলা থাকে। আমাদের আচরণ যেন মানবিক হয় এবং আমরা যেন জনমুখী সেবা দিতে পারি।কর্মশালায় বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের পদস্ত ৫৯ জন কর্মকর্তা অংশ নেন।

advertisement image

Leave Your Comments