অনলাইন ডেক্স :
সমানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর পদ্ধতি) জনগনের মাথায় ঢোকানোর আগে তাদের ভোট দেওয়ার কৌশল শেখানো উচিত। নতুন পদ্ধতির কথা বলে জনগণের ভাবনা ভিন্নখাতে মটিভেট করা যাবে না। শুক্রবার (১লা আগস্ট) বিকালে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় যারা জীবন দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। হামলা মামলায় গণমানুষের দল বিএনপি এখন ভয় পায় না। বর্তমান পরিস্থিতি প্রমাণ করে, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ওই সময় জোরালো কন্ঠে বলেন, কোনো তালেবানি নির্বাচন হলে জনগণ তা মানবেনা। বিএনপির বিরুদ্ধে মানুষকে ভুল- তথ্য দিয়ে মটিভেট করার সুযোগ নাই। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, ঢাকা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নবী উল্লাহ্ নবী ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ ছাড়া মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।