সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদগঞ্জের কামরুল হাসান নিহত

Date: 2025-08-27
news-banner

অনলাইন ডেক্স:

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কামরুল হাসান (৩৪) নামের এক বাংলাদেশি প্রবাসী। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া গ্রামের মৃত আনসার আলীর ছেলে। মঙ্গলবার (২৬ আগস্ট) স্থানীয় সময় রাত ১১টার দিকে রাজধানী রিয়াদের মালাজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সৌদি আরবে অবস্থানরত প্রবাসী মানিক হোসেন জানান, প্রতিদিনের মতো সেদিনও ফুড ডেলিভারির কাজে যাচ্ছিলেন কামরুল। হঠাৎ তার মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে বড় একটি পণ্যবাহী ট্রাকের নিচে ঢুকে যায়। এতে তার একটি পা ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ মালাজ কেয়ার মেডিকেল সেন্টারের হিমাগারে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ চলছে।

নিহতের চাচা রাজু তপদার জানান, “এলাকায় তিনি ‘কামু’ নামেই পরিচিত ছিলেন। তার সঙ্গে আমার বন্ধুত্বও ছিল। বয়সে সমান হওয়ায় পড়াশোনা, খেলাধুলা, আড্ডা—সবই একসঙ্গে করেছি। তার এভাবে চলে যাওয়া আমাদের পক্ষে মানা কঠিন।”

পরিবার সূত্রে জানা যায়, তিন ভাইবোনের মধ্যে সবার ছোট ছিলেন কামরুল। ২০২১ সালে তিনি বিয়ে করেন এবং বছরখানেক পর সৌদি আরবে পাড়ি জমান। চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশে ফিরে দুই মাস অবস্থান করেছিলেন। সে সময়ই তার বাবা মারা যান। প্রায় তিন মাস আগে আবার প্রবাসে ফেরত যান তিনি। তার স্ত্রী ও দুই বছরের এক কন্যা সন্তান রয়েছে।


advertisement image

Leave Your Comments