বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা :
বিএনপির ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান
জানিয়েছেন সাবেক এমপি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা
শহিদুল আলম তালুকদার। তিনি বলেন, “আমার জন্য নির্বাচনী প্রচারণা কিংবা আমাকে ভোট দেওয়ার
প্রয়োজন নেই। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ভোট
দিলেই ধানের শীষ ভোট পাবে।”
তিনি আরও বলেন, বিএনপি ও জিয়া পরিবারের আদর্শে বিশ্বাসী হলে তাদের জন্যই
কাজ করতে হবে। তারেক রহমানের দিকনির্দেশনা মেনে ধানের শীষের পক্ষে মাঠে নেমে পড়ার আহ্বান
জানান তিনি।
গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলা যুবদলের আয়োজনে পটুয়াখালীর
বাউফল উপজেলার কালাইয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে
প্রচারণার প্রথম দিনের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী গিয়াস উদ্দীনের সভাপতিত্বে আয়োজিত জনসভায়
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ
সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ,
জেলা বিএনপির সদস্য সালমা আলম লিলি কৃষিবিদ
মিজানুর রহমান লিটু।
জনসভায় উপজেলা ও পৌর বিএনপির হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।