অনলাইন ডেক্স:
যে কোনো সংকটে কড়াইলবাসীর পাশে থাকার প্রত্যয়
ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বস্তিবাসীদের জন্য মানসম্মত
শিক্ষা ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করা হবে।
মঙ্গলবার প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম
খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কড়াইলবাসীর উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে ভার্চুয়ালি
যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা
রহমান।
দোয়া ও মোনাজাতের আগে বক্তব্যে তারেক রহমান
বলেন, বেগম খালেদা জিয়া যেভাবে নারী ও শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষার সুযোগ সৃষ্টি
করেছিলেন, সেই ধারাবাহিকতায় কড়াইলের নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে
তুলতে চান তিনি। এ লক্ষ্যে পরিবারভিত্তিক সহায়তা কার্ড চালুর পরিকল্পনার কথাও জানান
তিনি। তবে সবকিছুই মহান আল্লাহর ইচ্ছার ওপর নির্ভরশীল বলে উল্লেখ করেন বিএনপি চেয়ারম্যান।
তিনি আরও বলেন, সুযোগ পেলে কড়াইলবাসীর
আবাসন সংকট ধাপে ধাপে সমাধান করা হবে। এলাকাটিতে বহুতল ভবন নির্মাণ করে বসবাসকারীদের
নামে রেজিস্ট্রেশনসহ ছোট ফ্ল্যাট হস্তান্তরের পরিকল্পনার কথাও জানান তিনি।
দোয়া মাহফিলে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয়
বাসিন্দারা এ সময় মরহুমা খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া করেন।
তথ্য-জাগোবিডি/এম ডিউক