শেখ হাসিনাকে ধরে আনুন: মাসুদ সাঈদী

Date: 2025-08-05
news-banner
অনলাইন ডেক্স : 
বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ভারত থেকে দেশে নিয়ে আসার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর প্রয়াত নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র মাসুদ সাঈদী। তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি আছে, ওই চুক্তি এখনো বহাল আছে। সেই চুক্তির বলে খুনি হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ধরে আনুন। দেশের সব শহীদ ও মজলুম পরিবারের সামনে সোহরাওয়ার্দী উদ্যানে প্রকাশ্যে হাসিনার ফাঁসি দিতে হবে। ফাঁসি ছাড়া তার অন্য কোনো বিচার আমরা মানি না। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর সারে ১২টায় পিরোজপুরে জুলাই-আগস্ট আন্দোলনে শেখ হাসিনার পতনের প্রথম বছর উপলক্ষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

ওই সময় আরও বলেন, জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে নির্দোষ প্রমাণ করে আদালত মুক্তি দিয়েছেন। এই নির্দোষ অর্ডারের মাধ্যমে প্রমাণ হয় যে, আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের যে বিচার শুরু করেছিল, টোটাল বিচারটাই ছিল নাটক। মাসুদ সাঈদী আরও বলেন, মিথ্যা সাক্ষী এবং নাটকের বিনিময়ে যে বিচারক, যে উকিলরা এই বিচার সাজিয়েছেন, যে বিচারকরা এই মামলার রায় দিয়েছেন প্রত্যেককেই বিচারের আওতায় এনে তাদের সকলের বিচার করতে হবে। আওয়ামী লীগ রাজাকারের ব্যবসা করতে করতে আম-ছালা সব শেষ করে এখন ভারতে পালিয়েছে। কিন্তু অবাক হয়ে লক্ষ্য করছি, আওয়ামী লীগের পথ ধরে এখন অনেকেই ওই রাজাকারের ব্যবসা শুরু করেছে। রাজাকারের ব্যবসা আর বাংলাদেশে চলবে না। আয়োজিত সমাবেশে অন্যান্যদের মধ্যে ছিলেন, পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জাল হোসেন ফরিদ, নায়েবে আমির আব্দুর রব, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মো. জহিরুল হক, সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাকসহ জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের  নেতাকর্মী ও শিবির কর্মীরা। 

advertisement image

Leave Your Comments