সরকারি বেতন দ্বিগুন করার সুপারিশ বেতন কমিশনের

Date: 2026-01-22
news-banner

অনলাইন ডেক্স:

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোয় ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বেতন বাড়ানোর সুপারিশ করেছে বেতন কমিশন। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সর্বনিম্ন ২০তম গ্রেডে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ প্রথম গ্রেডে ১ লাখ ৬০ হাজার টাকা। বিদ্যমান পে স্কেলের মতোই নতুন কাঠামোয় ২০টি গ্রেড রাখার প্রস্তাব করা হয়েছে।

সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত ২৩ সদস্যের বেতন কমিশন এ সংক্রান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে। কমিশনের সুপারিশ পর্যালোচনা করে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সম্ভাবনা কম বলে জানা গেছে। প্রস্তাব অনুযায়ী, এটি সম্পূর্ণভাবে কার্যকর হবে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ আগামী ১ জুলাই থেকে।

নতুন কাঠামোয় বৈশাখী ভাতা ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি যাতায়াত ভাতা বর্তমানে ১১তম থেকে ২০তম ধাপ পর্যন্ত সীমিত থাকলেও তা ১০ম ধাপ থেকে ২০তম ধাপ পর্যন্ত দেওয়ার প্রস্তাব করা হয়েছে। কর্মরত সরকারি কর্মচারীদের পাশাপাশি পেনশনভোগীদের পেনশনও উল্লেখযোগ্য হারে বাড়ানোর সুপারিশ রয়েছে।

প্রস্তাব অনুযায়ী, মাসে ২০ হাজার টাকার কম পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন প্রায় ১০০ শতাংশ বাড়বে। ২০ থেকে ৪০ হাজার টাকা পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে বৃদ্ধি হবে ৭৫ শতাংশ এবং ৪০ হাজার টাকার বেশি পেনশনভোগীদের জন্য বাড়বে ৫৫ শতাংশ। ৭৫ বছরের বেশি বয়সী পেনশনভোগীদের জন্য চিকিৎসা ভাতা ১০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এছাড়া ৫৫ বছরের কম বয়সীদের জন্য চিকিৎসা ভাতা ৫ হাজার টাকা করার সুপারিশ রয়েছে।

বাড়িভাড়া ভাতার ক্ষেত্রে প্রথম থেকে দশম গ্রেডে তুলনামূলক কম এবং ১১তম থেকে ২০তম গ্রেডে তুলনামূলক বেশি হারে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এছাড়া সামরিক ও বিচার বিভাগের জন্য পৃথক বেতন কমিশন গঠনের বিষয়টিও চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।

কমিশনের সুপারিশ অনুযায়ী, প্রথম গ্রেডে মূল বেতন ১ লাখ ৬০ হাজার টাকা, দ্বিতীয় গ্রেডে ১ লাখ ৩২ হাজার, তৃতীয় গ্রেডে ১ লাখ ১৩ হাজার এবং ২০তম গ্রেডে ২০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। বর্তমানে সর্বনিম্ন মূল বেতন যেখানে ৮ হাজার ২৫০ টাকা, সেখানে নতুন কাঠামোয় তা উল্লেখযোগ্যভাবে বাড়বে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, নির্ধারিত সময়ের তিন সপ্তাহ আগেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদন জমা দেয় কমিশন। এ সময় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা সন্তোষ প্রকাশ করেন এবং কমিশনের সদস্যদের ধন্যবাদ জানান।


তথ্য-জাগোবিডি/ এম ডিউক

Leave Your Comments