সন্তান হত্যার পর ছাত্রলীগ নেতার স্ত্রীর আত্মহত্যা

Date: 2026-01-23
news-banner

অনলাইন ডেক্স:

জেলা বাগেরহাটে সন্তানকে হত্যার পর এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত কানিজ সুবর্ণা বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ) সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী। শিশুটির নাম নাজিম হোসেন। সুবর্ণার ভাই শুভ বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গোপালগঞ্জ থেকে গ্রেফতার হন জুয়েল হাসান। শ্বশুরবাড়ির লোকজনের সাথেও ভালো সম্পর্ক ছিল আমার বোনের।  আমার বোনকেও  ভালোবাসতেন জুয়েল। তাকে জামিনে মুক্ত করার চেষ্টা করছিলেন। কিন্তু দীর্ঘদিন ধরে জামিন না হলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। আমরা তাকে ডাক্তার দেখানোরও চেষ্টা করেছি। হতাশা থেকেই ৯ মাসের শিশু সন্তানকে বালতির পানিতে চুবিয়ে হত্যার পর নিজে আত্মহত্যা করেন। তিনি আর বলেন বলেন, সাদ্দামের বাড়িতে তার মা, বোনের সাথে স্ত্রী ও সন্তান একত্রে থাকতেন।

বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুম খান বলেন, মরদেহ দুটি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা ।

 

তথ্য- জাগোবিডি/এম ডিউক

Leave Your Comments