শাহবাগ অবরোধ জুলাই সনদের দাবীতে; চলাচল বন্ধ যানবাহন
Date: 2025-07-31
অ-অ+
অনলাইন ডেক্স :
জুলাই সনদকে স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাইয় আন্দোলনে অংশগ্দ্ধারহনকারী জুলাই যোদ্ধারা৷ এতে শাহবাগ এলাকা দিয়ে যানচলাচল বন্ধ হয়ে গেছে। বিড়ম্বনা পড়েছে দূরপাল্লা ও আভ্যন্তরীন রুটের বাহন ও যাত্রীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শাহবাগ মোড় অবরোধ করে তারা৷ এর আগে তারা জাতীয় জাদুঘরের সামনে জড়ো হয়েছিলেন। জুলাই যোদ্ধাদের অবরোধ ঘিরে শাহবাগ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে৷ বৃহস্পতিবারের মধ্যে দ্বিতীয় পর্বের আলোচনা শেষ করে জুলাই সনদ চূড়ান্ত করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। তবে ঐকমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনা এখনো শেষ হয়নি।নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের দুই বছরের মধ্যে সনদে অন্তর্ভুক্ত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করা হবে—সনদের এ বিষয়গুলো নিয়েই আপত্তি জানিয়েছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ খসড়ার সঙ্গে বিএনপি একমত হলেও অন্য দলগুলো বলছে, জুলাই সনদকে একটি আইনি কাঠামোয় এনে তা বাস্তবায়নের নিশ্চয়তা দিতে হবে। নতুবা অনিশ্চয়তায় পড়তে পারে জুলাই সনদ প্রক্রিয়া।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more