অনলাইন ডেক্স:
সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ
ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ। রোববার থাইল্যান্ডে রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে মালদ্বীপকে
১৪-২ গোলে বিধ্বস্ত করে প্রথমবারের মতো সাফ নারী ফুটসালের শিরোপা জিতে নেয় লাল-সবুজের
প্রতিনিধিরা।
সাবিনা খাতুনের নেতৃত্বে পুরো টুর্নামেন্টজুড়েই
দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেয় বাংলাদেশ। পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট সংগ্রহ করে অপরাজিত
থেকেই চ্যাম্পিয়ন হয় দলটি। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকে ভুটান।
টুর্নামেন্ট শুরুর আগে অনেকের ধারণা
ছিল, ফুটসালে অভিজ্ঞতার অভাবে খালি হাতেই ফিরতে হবে বাংলাদেশকে। কিন্তু সেই ধারণা ভুল
প্রমাণ করে সাবিনা, কৃষ্ণা রাণী সরকার, মাসুরা পারভীনদের দল। প্রথম সাফ নারী ফুটসাল
চ্যাম্পিয়নশিপেই অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে বিরল কীর্তি গড়েছে তারা।
সাবিনা খাতুন আবারও প্রমাণ করেছেন,
তিনি ফুরিয়ে যাননি। পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ ১০ গোল করে ছিলেন তিনি, যা তার ২০২২
সালের সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের পারফরম্যান্সকেও ছাড়িয়ে গেছে। ফুটসাল ও ফুটবলের
পার্থক্য থাকলেও প্রতিযোগিতামূলক ফুটসাল ছিল অনেক খেলোয়াড়ের ক্যারিয়ারের প্রথম অভিজ্ঞতা-সেখানেই
বাজিমাত করেছে বাংলাদেশ।
টুর্নামেন্টের শুরুতেই ভারতকে বড় ব্যবধানে
হারিয়ে শিরোপার ইঙ্গিত দেয় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভুটানের সঙ্গে ড্র কিছুটা শঙ্কা
তৈরি করলেও পরের ম্যাচগুলোতে নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হারিয়ে শিরোপা নিশ্চিত
করে সাবিনার দল। শেষ ম্যাচে মালদ্বীপকে উড়িয়ে দিয়ে উদযাপনে মাতে বাংলাদেশ।
তথ্য-জাগোবিডি/এম ডিউক