রাজধানীতে জুলাই যোদ্ধাদের মারামারি দেশের মানুষকে ব্যাথিত করেছে: এ্যানি

Date: 2025-08-02
news-banner
অনলাইন ডেক্স :
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ১লা আগষ্টে শাহবাগে জুলাই যোদ্ধারা পক্ষে-বিপক্ষে মারামারি করে। এতে আমরা ব্যাথিত হয়েছি। দেশের মানুষও ব্যাথিত হয়েছে। জুলাই আগস্টের লড়াইটা ছিলো কষ্টের ও সংগ্রামের।ওই সময় শাহবাগে যেটা হয়েছে এটাকে দেশের মানুষ কি বলবেন?  শুধু কি শাহবাগেই জুলাই যোদ্ধা ছিল, না সারাদেশের জুলাইযোদ্ধা ছিল? অবশ্যই সারাদেশের মানুষ জুলাইযুদ্ধে অংশগ্রহণ করেছিল। শনিবার দুপুরে লক্ষ্মীপুর 
সদর উপজেলার চাঁদখালী উচ্চ বিদ্যালয় মাঠে লাহারকান্দি ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচন পরিদর্শনকালে তিনি এসব কথা তুলে ধরেন।

তিনি আরও বলেন, কিছু সংখ্যাক জুলাই যোদ্ধার মারামারি নামে যদি আমাদের আহত করে, আমরা যদি তাদের কারণে কষ্ট পাই। দেশের মানুষ যদি কষ্ট পায়। তাহলে স্বাভাবিকভাবে ফ্যাসিস্ট সুযোগ পায়। সবাই মিলে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম- লড়াই করেছি। এই লড়াই করতে গিয়ে হেলিকপ্টার থেকে গুলি করে শিশুকে হত্যা করা হয়েছে। হত্যার শিকার হয়েছে ছাত্র-জনতা। বিএনপির অসংখ্যা নেতাকর্মী গুম-খুন ও খুনের শিকার হয়েছে। আন্দোলনের কারণে স্বৈরাচার হাসিনা পালাতে বাধ্য হয়েছে। আমরা সারা বাংলাদেশে ঐক্যবদ্ধ ছিলাম।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরো বলেন, দেশব্যাপী চলমান অস্থিরতা এবং প্রশাসনের ব্যর্থতা প্রমাণ করেনজনগণের নিরাপত্তা আজ হুমকির মুখে। দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হলে সকল ধরনের ব্যর্থতা মুছে যাবে। 

advertisement image

Leave Your Comments