অনলাইন ডেক্স :দে
শে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের উদ্যোগে শাহবাগে আয়োজিত ‘ছাত্র সমাবেশ’ এবং এনসিপির উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ আয়োজন চলছে। যার কারনে সমাবেশ ঘিরে সড়কে চাপ বেড়েছে মানুষের চলাচলে। সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় নগরবাসীর ছুটে চলার চাপ, এইচএসসি ও বিসিএস পরীক্ষার চাপের প্রভাব পড়েছে প্রধান সড়কগুলোতে। যে কারনে দীর্ঘ যানজটে বিপাকে পড়েছেন কর্মমুখী মানুষ। ৩রা আগস্ট সকাল সাড়ে ৭টা থেকে ৮টা ও ৯টা থেকে ১০টা পর্যন্ত রাজধানীর গুলিস্তান, ধানমন্ডি, কল্যাণপুর ও মীরপুর সহ রাজধানীর বিভিন্ন সড়কে এ যানজটের চিত্র দেখা গেছে। সকাল ৭টা থেকেই সড়কে গাড়ির চাপ বাড়তে থাকে। গণপরিবহনগুলোতে যাত্রীর চাপ ছিলো উপচেপড়া। ফলে রাজধানীর বাসস্টপেজগুলোতে অপেক্ষমাণ অফিসগামী ও কর্মমুখী যাত্রীদের গণপরিবহনে ধাক্কাধাক্কি করে উঠতে দেখা গেছে। উভার চালক শাহীন ও সিএনজিচালক আশরাফ বলেন, ট্যেকনিক্যাল সিগন্যাল থেকে শ্যামলী পর্যন্ত আসতেই ৪০
মিনিট লেগেছে। যানজট না থাকলে আসতে সর্বোচ্চ ১০ মিনিট লাগতো। ঠিকানা পরিবহনের চালকের সহকারী বলেন, আমিনবাজার পার হয়ে তারপর থেকে জ্যাম পেয়েছি।
এদিকে, একইদিনে দুটি সংগঠনের সমাবেশ ঘিরে কয়েকটি সড়ক ডাইভারশন করে গতকাল শনিবার গণবিজ্ঞপ্তি জারি করেছিলো ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।