প্রবাসী দুই ভাইয়ের স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ মুহুর্তে আটক দুই যুবক

Date: 2025-08-27
news-banner

গাইবান্ধা সংবাদদাতা:

গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রবাসী দুই ভাইয়ের স্ত্রীর সঙ্গে রাতের আঁধারে পরকীয়া করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েছেন দুই যুবক। পরে উত্তেজিত গ্রামবাসী চারজনের হাত বেঁধে দুই যুবকের মাথা ন্যাড়া করে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকেই আটক করে আদালতে পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (২৫ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার রামজীবন ইউনিয়নের পশ্চিম রামজীবন গ্রামে। 

আটকরা হলেন—উত্তর বেকাটারী গ্রামের রেজাউল করিমের ছেলে মারুফ হোসেন (২২), প্রবাসী ওয়াহিদুল ইসলামের স্ত্রী ইয়ামিন বেগম (২০), বিবিসি মোড় এলাকার জাহিদুল ইসলামের ছেলে আলমগীর ইসলাম (২৪) এবং প্রবাসী শহিদুল ইসলামের স্ত্রী আরফিনা বেগম (২০)।

স্থানীয়রা জানান, সৌদি প্রবাসী দুই ভাই—ওয়াহিদুল ইসলাম ও শহিদুল ইসলামের স্ত্রী ইয়ামিন ও আরফিনা প্রায়ই বাবার বাড়িতে সময় কাটাতেন। এসময় তাদের সঙ্গে স্থানীয় দুই যুবকের ঘনিষ্ঠতা তৈরি হয়। ঘটনার রাতে তারা যুবকদের ঘরে ঢুকিয়ে খাওয়াদাওয়ার পর ঘুমিয়ে পড়ার ভান করেন। স্থানীয়দের সন্দেহ হলে বাড়ি তল্লাশি চালিয়ে ইয়ামিনের ঘরের খাটের নিচ থেকে মারুফ এবং আরফিনার ঘরের ওয়্যারড্রবের ভেতর থেকে আলমগীরকে বের করা হয়।

প্রত্যক্ষদর্শী জাহেদুল ইসলাম বলেন, “রাতে বাড়ির পাশে দাঁড়িয়ে থাকতে গিয়ে আমি দেখেছি প্রবাসী দুই ভাইয়ের স্ত্রী উঠানে ঘোরাঘুরি করছেন। রাত ১১টার দিকে দুই যুবককে ঘরে ঢুকিয়ে দরজা আটকে দেন। পরে সন্দেহ হলে কয়েকজন মিলে খোঁজাখুঁজি করে লুকানো অবস্থায় তাদের বের করি।”

ঘটনার পর উত্তেজিত গ্রামবাসী চারজনকেই রশি দিয়ে বেঁধে রাখেন এবং দুই যুবকের মাথা ন্যাড়া করে দেন। খবর পেয়ে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।

রামজীবন ইউনিয়ন পরিষদের সদস্য শাহজালাল সরকার বলেন, “গ্রাম্য পর্যায়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও ব্যর্থ হয়। পরে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।”

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ বলেন, “স্থানীয়দের হাতে ধরা পড়ার পর চারজনকে আমরা আটক করি। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।”


advertisement image

Leave Your Comments