প্রাইভেট কার থামিয়ে চালককে ছুরিকাঘাতে হত্যা

Date: 2025-08-08
news-banner

জেলা নাটোরে একটি প্রাইভেট কার চালককে গলায় ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ৭ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে গোপালপুর-লালপুর সড়কের গোপালপুর মিলস হাইস্কুলের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত সাইদুর রহমান (৩৫) কুষ্টিয়ার ভেড়ামারার বামনগ্রাম এলাকার আলতাব হোসেনের পুত্র। নাটোর লালপুর থানার ওসি মমিনুজ্জামান বলেন, কুষ্টিয়ার ভেড়ামারা থেকে প্রাইভেট কারটি লালপুর দিয়ে নাটোরের বনপাড়ার দিকে যাচ্ছিল। নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলের সামনে পৌঁছালে, গাড়িটি থামিয়ে চালক সাইদুর রহমানের গলায় ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় দুর্বত্তরা। এ সময় সাইদুর গাড়ি থেকে বের হয়ে বাঁচার চেষ্টা করলেও ঘটনাস্থলেই পড়ে যান। এরপর স্থানীয়রা রাস্তার পাশে রক্তাক্ত মরদেহ দেখে থানায় জানালে লালপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। ঘটনার পরে প্রাইভেট কারের ভেতর থেকে একটি ছুরি জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছুরিকাঘাতেই তার মৃত্যু হয়েছে। লালপুর থানার ওসি আরও জানান, ঘটনার কারন বের করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।  


 

advertisement image

Leave Your Comments