পৃথিবী হাতের মুঠোয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ব্যবহারে

Date: 2025-08-01
news-banner

তথ্যঅনলাইন ডেক্স:

সম্প্রতি বিশ্বে সারা ফেলেছে ডব্লিউডব্লিউডব্লিউ ডটকম বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটি প্রযুক্তির এক বিস্ময়কর আবিষ্কার। যার সংক্ষিপ্ত রূপ ‘ডব্লিউডব্লিউডব্লিউ ডট’। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আধুনিক ইন্টারনেট ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি মূলত এমন একটি সিস্টেম, যা ব্যবহারকারীদের ইন্টারনেটের মাধ্যমে তথ্য (টেক্সট, ছবি, ভিডিও ইত্যাদি) দেখতে এবং একটির সঙ্গে আরেকটি তথ্য যুক্ত করতে সহায়তা করে। এটি হলো একটি বিপ্লবী প্রযুক্তি, যা আজ বিশ্বকে শাসন করে এমন হাজার হাজার আবিষ্কারের সৃষ্টি করেছে। অনেকেই বলেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ছাড়া পৃথিবী হবে নিঃসঙ্গ এক জায়গা। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তৈরি হওয়ার আগে, দূরের কারো সঙ্গে যোগাযোগ করতে মানুষকে প্রচুর অর্থ ব্যয় করতে হতো। কিন্তু এখন একটি বোতামে 

 স্যার টিম বার্নার্স-লি ১৯৯০ সালে ওয়েবের ধারণা প্রকাশ করেন এবং ১৯৯১ সালে তিনি প্রথম ওয়েব ব্রাউজার এবং ওয়েব সার্ভার তৈরি করেন। অন্যান্য অনেক প্রযুক্তির মতো ডব্লিউডব্লিউডব্লিউ প্রথমে জনসাধারণের ব্যবহারের অনুমতি ছিল না। এটি তখন শুধু পদার্থবিদরাই তাদের কাজে ব্যবহার করতেন এবং এটি সেভাবেই তৈরি করা হয়েছিল। প্রথম গ্র্যাফিকাল ওয়েব ব্রাউজার মোজাইক ব্যবহার শুরু হয় ১৯৯৩ সালের দিকে, যা ছিল শুধু কম্পিউটারে ব্যবহারের জন্য। তবে এখন ওয়েবের ব্যবহার হচ্ছে স্মার্টফোন, গেমিং ডিভাইস, ল্যাপটপে। এমনকি ঘড়ির মাধ্যমে অ্যাক্সেস করা যেতে পারে। স্যার টিম বার্নার্স-লির তৈরি ব্রাউজারটি বেলজিয়ামের তথ্যপ্রযুক্তি প্রকৌশলী এবং কম্পিউটার বিজ্ঞানী রবার্ট কাইলিয়াউ আরও উন্নত করেন। তবে জানেন কি? বিশ্বব্যাপী ১ আগস্ট ওয়েব দিবস পালন করা হয়। দিনটি ইন্টারনেটের প্রতিষ্ঠাতা টিম বার্নার্স-লিকে সম্মান ও স্বীকৃতি জানাতেই পালন করে এবং এই ১লা আগষ্ট আধুনিক ইন্টারনেটের জন্মদিন বলা হয়। 


advertisement image

Leave Your Comments