নারায়নগঞ্জে গ্যাস বিস্ফোরণে দম্পতি নিহত

Date: 2025-09-08
news-banner

অনলাইন ডেক্স:

জেলা নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মানব চৌধুরীর পর এবার তার স্ত্রী বাচা চৌধুরীও মারা গেছেন। রবিবার ( সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর তিন ঘণ্টা আগেই একই হাসপাতালে মারা যান তার স্বামী মানব চৌধুরী। আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, বাচা চৌধুরীর শরীরের প্রায় ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

বাচা চৌধুরী সুনামগঞ্জের সুলা থানার বলরামপুর গ্রামের ননীগোপাল মজুমদারের মেয়ে। তিনি স্বামী সন্তানদের নিয়ে কাঁচপুর বিসিক শিল্পাঞ্চলের নম্বর গলির একটি বাড়িতে ভাড়া থাকতেন। গত সেপ্টেম্বর ভোর ৫টার দিকে বাসায় গ্যাস জমে বিস্ফোরণ ঘটে। এতে মানব-বাচা দম্পতি এবং তাদের তিন মেয়ে দগ্ধ হয়।

 

মেয়েদের মধ্যে তিন্নি (১২) ২২ শতাংশ, মুন্নি (১৪) ২৮ শতাংশ মৌরি () ৩৬ শতাংশ দগ্ধ হয়ে  জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে।


advertisement image

Leave Your Comments