ডাকসু নির্বাচনে ভোট চুরির অভিযোগ ছাত্রদল নেতাকর্মীর

Date: 2025-09-09
news-banner

 অনলাইন ডেক্স:

কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে ভোট চুরির অভিযোগ তুলে বিক্ষোভ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার ( সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেন তারা। এ সময় তারাপ্রশাসন ভোট চোর’’;‘নির্বাচনে কারচুপি মানি না, মানব না’, ‘ভোট চোর ভোট চোর, জামায়াত-শিবির ভোট চোর’, বলে স্লোগান দিতে থাকেন। ঘটনাকে কেন্দ্র করে ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। কেন্দ্রটির ভোট গণনা প্রার্থীদের সামনে করার দাবি জানান তারা।

 

এর আগে, বিকেলে জরুরি সংবাদ সম্মেলেন ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেন, আমরা ভোট কারচুপির প্রমাণ পেয়েছি। অমর একুশে হলে গেছি সেখানে কারচুপি হয়েছে। রোকেয়া হলেও দেখেছি।

 

এই কারচুপি হবে সেটা কোনোভাবে আশা রাখিনি। সকাল থেকে আমাদের পোলিং এজেন্টদেরও কেন্দ্রে ঢুকতে বাধা প্রদান করা হয়। প্যানেলের নম্বর  সিটটাও দিতে গিয়ে প্রত্যেক জায়গায় বাধার মধ্যে পড়েছে শিক্ষার্থীরা। এছাড়া ভোটকেন্দ্রের বাইরেও বাধার সম্মুখীন হয়েছি।

 

আবিদুল ইসলাম আরো বলেন, সকালে আমার বিরুদ্ধে একটা বিশাল প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে, যেখানে মেইনস্ট্রিম মিডিয়া বিভ্রান্ত হয়েছে। পরে যদিও তারা সংশোধনী দিয়েছে। রোকেয়া হলের নির্বাচনী কর্মকর্তা আমাদের এক প্রার্থীর ব্যালট নম্বর বিতরণ করার জন্য তার ছাত্রত্ব শেষ করে দেওয়ার হুমকি দিয়েছে। অথচ তারা শিবিরেরটা অনায়শে দিয়ে দিচ্ছেন।

 

ইতিমধ্যে মিডিয়ার মধ্যেও নির্বাচন কারচুপির তথ্য উঠে এসেছে। এসব নিয়ে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছি আমরা।


advertisement image

Leave Your Comments