পটুয়াখালীতে স্বৈরাচার হাসিনা বিরোধী গণ মিছিল

Date: 2025-08-05
news-banner
বাউফল সংবাদদাতা
পটুয়াখালীর বাউফলে বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার ফারুক আহম্মেদ এর নেতৃত্বাধীন নেতাকর্মীরা স্বৈরাচার শেখ হাসিনার পতন উপলক্ষ্যে গণ মিছিল করেছে। মঙ্গলবার ৫ আগস্ট বেলা সারে ১১টায় বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ন কবিরের নেতৃত্বে Hxg7VmY.jpeg মিছিলটি হাসপাতাল রোডস্থ বিএনপি কার্যালয় থেকে শুরু করে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এর পরে দুপুর সারে ১২টায়  ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে উপজেলা জামায়াতে ইসলামীর একটি গণমিছিল সরকারী কলেজ থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। IgkYMTQ.jpegমিছিলটির নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসাহাক। এছাড়াও দিবসটি উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং পটুয়াখালী -২ আসনের সাবেক  এমপি শহিদুল আলম তালুকদারের a7rALtA.jpegনেতৃত্বে বাউফল পৌর শহরে পৃথক মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিকালে বাউফল উপজেলাগণঅধিকার পরিষদের একটি ও উপজেলা বিএনপির আহবায়ক আবদুল জব্বারের নেতৃত্বে গণ মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 
advertisement image

Leave Your Comments