পটুয়াখালীত অজ্ঞত বৃদ্ধে মরদেহ উদ্ধার

Date: 2025-07-30
news-banner
বাউফল সংবাদদাতা 
জেলা পটুয়াখালী বাউফলে এক অজ্ঞাত বৃদ্ধের (৬৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ ৩০ জুলাই (বুধবার) দুপুর ১২ টায় উপজেলার আফছেরের গ্যারেজ থেকে বাউফল থানা পুলিশ এ মরদেহ উদ্ধার করে।
জানাগেছে, প্রায় দুই দিন পর্যন্ত বাউফলের সদর ইউপির একটি যাত্রী ছাউনীতে রাত কাটায়। দুবেলা খাবারও দিয়েছে স্থানীয়রা। রাতের যেকোন সময় সে মারা যায়। নিহত সুভাষ চন্দ্র শীলের পিতার নাম রাখাল চন্দ্র সাহা। তার বাড়ি পটুয়াখালী সদর উপজেলার ভুরিয়া এলাকায়। তার স্ত্রী নেই। তবে তার পুত্র সন্তানদ্বয়ের ছোট ছেলে সঞ্জয় (৩০) বাউফলের কাশিপুর এলাকায় নরসুন্দারের কাজ করেন। বড় ছেলে একই পেশায় বরিশালের রুপাতলী হাউজিংয়ে কাজ করে। তারা বলেন, আমার বাবা ভবঘুরে টাইপের ছিল। বাড়িতে সব সময় থাকতেন না। আজ সকালে হঠাৎ তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগে দেখতে পাই। পরে আমরা বাউফল থানায় এসে লাশ শনাক্ত করি। এ বিষয়ে বাউফল থানার ওসি আখতারুজ্জামান সরকার বলেন, প্রাথমিকভাবে অজ্ঞাত হিসাবে থানায় নিয়ে আসি। পরিবারের লোকজন এসে শনাক্ত করে। তাদের কারো বিরুদ্ধে অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 
advertisement image

Leave Your Comments