বাউফল সংবাদদাতা :পটুয়াখালীর বাউফলে আওয়ামীলীগ নেতাকে নিয়ে ইসলামি আন্দোলন বাংলাদেশের গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ইসলামী আন্দোলন বাউফল শাখার নেতাকর্মীরা।
বুধবার (৬ আগস্ট) বেলা ১২ টায় পৌর শহরের ইসলামী আন্দোলনের মসজিদ ভিত্তিক অফিস কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাউফল শাখার সদস্য সচিব মাওলানা নুরুল আলম।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আওয়ামী লীগ নেতা এসএম ইউসুফ ২০১৮ সালে দল থেকে পদত্যাগ করেন এবং ইসলামী আন্দোলনের সাথে থাকবেন বলে পীর সাহেব চরমোইনাইর সাথে প্রতিশ্রুত দেন।
তাকে ইসলামী আন্দোলনের দুটি শাখা থাকলেও রাজনৈতিক শাখায় গ্রহন করা হয়নি। তবুও তিনি ৫ আগস্ট গণ মিছিলে হাজির হন। দীর্ঘ মিছিলের এক সময় তিনি সামনে চলে আসেন তবে মিছিলে নেতৃত্ব দেন সেটা সঠিক না। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলনের বাউফল উপজেলা শাখার আহবায়ক আলহাজ্ব মো. আবুল হোসেন, সদস্য হাফেজ আবুল বশার, হাফেজ মো. তোফাজ্জেল হোসেন ও উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি সেরাজুল ইসলাম।