পুলিশের মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদান

Date: 2026-01-17
news-banner

অনলাইন ডেক্স:

মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদস্যদের সন্তানদের অনুপ্রেরণা জোগাতে শিক্ষাবৃত্তি-২০২৪ প্রদান করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ৫১৭ জন শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে এই শিক্ষাবৃত্তি দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষাবৃত্তি প্রদান করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, শুধু শিক্ষিত হলেই চলবে না, সন্তানদের নীতি ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে হবে। নৈতিকতাবিহীন মানুষ দিয়ে কখনোই একটি উন্নত দেশ গড়া সম্ভব নয়। এ শিক্ষা ছোটবেলা থেকেই চর্চা করতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে ডিএমপি কমিশনার আরও বলেন, সময়ের চাহিদা অনুযায়ী কারিগরি শিক্ষার পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন জরুরি। ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারলেই বাবা-মায়ের গর্বের কারণ হওয়া যাবে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে একজন শিক্ষার্থী অনুভূতি প্রকাশ করে বলেন, এমন একটি সুন্দর আয়োজনের অংশ হতে পেরে তিনি গর্বিত। এ উদ্যোগের জন্য ডিএমপির প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

অনুষ্ঠানে উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরু স্বাগত বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ঢাকা মেট্রোপলিটন পুলিশ দেশের অন্যতম বৃহৎ পুলিশ ইউনিট। ডিএমপিতে কর্মরত পুলিশ সদস্যদের সন্তানদের সুশিক্ষায় উৎসাহিত করতে ২০১৭ সাল থেকে এ শিক্ষাবৃত্তি কার্যক্রম চালু রয়েছে।

Leave Your Comments