অনলাইন ডেক্স:
রাজশাহীতে অস্ত্র পরিষ্কার করার সময় দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হয়েছেন এক পুলিশ সদস্য। বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পুলিশের নাম ওয়ারেস আলী (৪৫)। তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাটাখালী থানায় উপ পুলিশ পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ডা. শংকর কুমার বিশ্বাস গণমাধ্যমকে জানান, রাত সাড়ে ১১টার দিকে এসআই ওয়ারেস আলী নিজ নামে ইস্যুকৃত পিস্তল পরিষ্কার করার সময় দুর্ঘটনাবশত ডান পায়ের হাঁটুর উপরে গুলিবিদ্ধ হন। পরে তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিনকে পাওয়া যায়নি।