অন্তর্বর্তী সরকারের নীতি সন্ত্রাসবাদে ‘জিরো টলারেন্স’

Date: 2025-07-28
news-banner

অনলাইন ডেক্স: 

বাংলাদেশে সন্ত্রাসী ও সন্ত্রাসবাদ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস। সোমবার (২৮ জুলাই) ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনকে তিনি এ কথা জানান। পরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বিষয়টি তুলে ধরেন। শফিকুল আলম বলেন, আজ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন প্রধান উপদেষ্টার সঙ্গে একটি সৌহার্দপূর্ণ বৈঠকে মিলিত হয়েছিলেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, বাংলাদেশের কাউন্টার টেররিজম, জাতীয় নির্বাচনের প্রস্তুতি, ঐকমত্য কমিশনের সংলাপগুলো নিয়ে কথা হয়েছে।ড. ইউনূস জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ প্রায়োরিটি হচ্ছে কাউন্টার টেররিজম। উনি বলেছেন, টেরোরিস্টদের ব্যাপারে এ সরকারের জিরো টলারেন্স। উনি এটি দৃঢ়কণ্ঠে জানিয়েছেন’- বলেন প্রেস সচিব।তিনি আরও বলেন, আমাদের একটি প্রতিনিধিদল আজ যুক্তরাষ্ট্রে যাচ্ছে। ট্যারিফের আলোচনা শুরু হওয়ার কথা। আমরা আশা করছি, সেটি ভালোভাবে সম্পন্ন হবে। প্রতিনিধিদলের সঙ্গে ব্যবসায়ীদের একটি গ্রুপও যাচ্ছেন। যদিও তারা আলোচনায় থাকবেন না।’

advertisement image

Leave Your Comments