অদ্ভুত ছাগলছানার জন্ম

Date: 2025-08-02
news-banner
অনলাইন ডেক্স : 
জেলা হবিগঞ্জের মাধপুর উপজেলার বুল্লা ইউনিয়নের পয়লাবাড়ি গ্রামে একটি ছাগল দুটি অদ্ভুত  ছাগলছানা প্রসব করেছে। শনিবার দুপুরে শফিউর রহমান চৌধুরীর বাড়ীতে ছাগলটি ওই বাচ্চা প্রসব করে। ছাগল ছানাটির দুইটি মাথা, তিনটি শিঙ ও চারটি চোখ রয়েছে। অদ্ভুত ছাগলছানাটি দেখার জন্য শফিউর চৌধুরীর বাড়িতে শত শত লোক ভীড় জমায়। পয়লাবাড়ি গ্রামের মো. আক্তার নামের এক যুবক জানান, ছাগলছানাটি সুস্থ্য আছে। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মিঠুন সরকার জানান,  জন্মগত ত্রুটির জন্য এরকমভাবে প্রসব হয়েছে। 
advertisement image

Leave Your Comments