অনলাইন ডেক্স:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ
পুলিশ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখতে সক্ষম হবে বলে মন্তব্য
করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহরুল আলম।
মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সের হল
অব ইন্টেগ্রিটিতে ২০০৮ সালে প্রাথমিকভাবে নির্বাচিত ও সম্প্রতি যোগদানকারী ২৭তম বিসিএস
(পুলিশ) ব্যাচের এএসপি প্রবেশনারদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ বর্তমানে
একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে অবস্থান করছে। বাহিনীর সদস্যদের মনোবল বৃদ্ধির পাশাপাশি
জনগণের আস্থা পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করা হচ্ছে।
এএসপি প্রবেশনারদের শুভেচ্ছা জানিয়ে
তিনি বলেন, “আপনাদের এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়; এটি আপনাদের ন্যায্য অবস্থানের
পুনঃপ্রতিষ্ঠা। ছাত্র-জনতার নেতৃত্বে গড়ে ওঠা বৈষম্যবিরোধী আন্দোলনের বিজয় দীর্ঘদিনের
বঞ্চনার অবসান ঘটিয়েছে এবং এর মধ্য দিয়ে আপনারা আপনাদের বৈধ অধিকার ফিরে পেয়েছেন।”
পুলিশ প্রধান কর্মকর্তাদের পূর্ব অভিজ্ঞতার
গুরুত্ব তুলে ধরে বলেন, “আপনাদের আগের কর্মক্ষেত্রের অভিজ্ঞতাই ভবিষ্যৎ পেশাগত দিকনির্দেশক
হিসেবে কাজ করবে। বর্তমান বাস্তবতায় কেবল শারীরিক সক্ষমতা বা প্রথাগত পদ্ধতিতে পুলিশিং
কার্যকর নয়; প্রয়োজন বুদ্ধিমত্তা, বৈশ্বিক দৃষ্টিভঙ্গি ও প্রযুক্তিগত অভিযোজন সক্ষমতা।”
সাইবার অপরাধ ও সামাজিক যোগাযোগমাধ্যমে জনমত গঠনের প্রসঙ্গ উল্লেখ করে আইজিপি বলেন,
পুলিশের ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে সততা ও পেশাদারিত্বকে ডিজিটাল পরিসরেও বিস্তৃত করতে
হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজি
এ কে এম আওলাদ হোসেন, আকরাম হোসেন, খোন্দকার রফিকুল ইসলাম, মুসলেহ উদ্দিন আহমদ ও সরদার
নূরুল আমিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সূত্র-বিডিনিউজ/এম ডিউক