নাটোরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

Date: 2025-09-01
news-banner
অনলাইন ডেক্স :
জেলা নাটোরের নলডাঙ্গা উপজেলায় ট্রেনে কাটা পড়ে মনিরুল ইসলাম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে মাধবনগর রেলওয়ে স্টেশনের উত্তরের রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।xXmyGrP.jpeg
নিহত যুবক উপজেলার ভট্টপাড়া পূর্বপাড়ার বাসিন্দা এবং সিদ্দিক প্রামানিকের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। মাধনগর রেল স্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার উজ্জল হোসেন বলেন, পঞ্চগড় থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবক নিহত হন। রেলওয়ে পুলিশ জানায়, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
advertisement image

Leave Your Comments