ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিনে আগুন, ভোগান্তিতে যাত্রীরা

Date: 2025-08-29
news-banner
ময়মনসিংহ সংবাদদাতা:
বিভাগীয় ময়মনসিংহের গফরগাঁওয়ে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে বিকল হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।শুক্রবার (২৯ আগস্ট) সকাল সোয়া আটটার মিনিটে গফরগাঁও রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়া-জাঞ্জাইলগামী বলাকা কমিউটার ট্রেনটি সকাল ৮টা ৫ মিনিটে গফরগাঁও স্টেশনে এসে পৌঁছায়। এর কিছুক্ষণের মধ্যেই ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে প্রচুর কালো ধোঁয়া বের হতে থাকে। পরে ট্রেনের স্টাফদের ঐকান্তিক প্রচেষ্টারদয় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ইঞ্জিনটি বিকল হয়ে যায়। এ ঘটনায় গফরগাঁও রেলওয়ে স্টেশনের এক নম্বর লাইন ব্লক হয়ে গেলেও দুই নম্বর লাইন দিয়ে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।
তিনি আরও বলেন, ময়মনসিংহ থেকে ইঞ্জিন এসে যাবে কিছুক্ষণের মধ্যে। ইঞ্জিন সচল করার কাজ চলমান রয়েছে। কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে।
advertisement image

Leave Your Comments