অনলাইন ডেক্স :
জেলা নেত্রকোনার একটি মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে নুরুল ইসলাম টিপন মিয়া (৫০) নামে এক বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। টিপন মিয়া উপজেলার সিংধা ইউনিয়ন বিএনপির সহ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক। তিনি একই ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মাঝপাড়া এলাকার মৃত হাজী আব্দুল করিমের পুত্র। শনিবার (৯ আগস্ট) উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল এ তথ্য জানান। এর আগে শুক্রবার সন্ধ্যায় উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তাক আহমেদ ও সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়ন বিএনপির সহ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. টিপন মিয়াকে দলের প্রাথমিক সদস্যসহ দলের সকল পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। দলীয় সূত্রে জানাগেছে, সে মাঝপাড়া জামে মসজিদের সভাপতি হয়ে মসজিদের দান-অনুদানের টাকা আত্মসাৎ করেন। নিজের ছোট ভাইয়ের ১৪০ শতক জমি জোর করে দখল করে চাঁদা দাবি করে আসছেন। এছাড়া গ্রামের নির্মাণাধীন পাকা সড়ক থেকে কয়েক গাড়ি ইটের খোয়া লুট করেন টিপন মিয়া। দলীয় প্রভাব ব্যবহার করে এলাকার মানুষকে নানাভাবে হয়রানি করে আসছেন। এই ঘটনায় ভুক্তভোগীরা মিলে উপজেলা বিএনপির কাছে অভিযোগ করেন। পরে টিপন মিয়াকে শোকজ করা হয়। শোকজের সন্তোষজনক জবাব না দেওয়ায় দল এ সিদ্ধান্ত নেয়।