মেরুদণ্ড সোজা আছে তাই দাঁড়িয়ে আছি; নির্বাচন কমিশনার

Date: 2025-08-04
news-banner

অনলাইন ডেক্স : 

মেরুদণ্ড সোজা আছে বলেই দাঁড়িয়ে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।সোমবার (৪ আগস্ট) নির্বাচন ভবনে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সবশেষ প্রস্তুমিূলক কাজের অগ্রগতি অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। নির্বাচন কমিশন একটি মেরুদণ্ডহীন প্রতিষ্ঠান’- এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর এমন মন্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্মিত হেসে ইসি সচিব বলেন, মেরুদণ্ড সোজা না থাকলে দাঁড়িয়ে আছি কীভাবে? মেরুদন্ড সোজা আছে। অনুষ্ঠানে আগামী কয়েকদিনের মধ্যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ভোটের সম্ভাব্য সময় ঘোষণা করা হতে পারে- এমন পরিস্থিতির মধ্যে ইসির সার্বিক প্রস্ততি তুলে ধরেন ইসি সচিব। অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সংস্কারসহ সব প্রস্তুতি শেষে আগামী রোজার আগে ফেব্রুয়ারির প্রথমভাগে নির্বাচন করার ঘোষণা দিয়ে রেখেছে। তবে বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এ সময়ের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট সময়সীমা ও তফসিলের দাবি জানিয়ে আসছে। ইসি সচিব জানান, জাতীয় নির্বাচনকে সামনে রেখে যা যা ব্যবস্থা নেওয়া হচ্ছে নির্বাচন কমিশন ও ইসি সচিবালয় সব অগ্রগতি, তথ্য জানাচ্ছে। গণমাধ্যমের মাধ্যমে আস্থার ব্যবস্থা গড়ে তোলা হবে। তিনি আরও বলেন, এরই মধ্যে দুই শতাধিক কর্মকর্তাকে বদলি, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।এ সময় তফসিল, দলের অডিট রিপোর্ট, দল নিবন্ধন, ভোটার তালিকা চূড়ান্ত, সীমানা নির্ধারণ, আইন-বিধি সংস্কার, পর্যবেক্ষক সংস্থা, নির্বাচনী সরঞ্জাম ও স্বচ্ছ ব্যালট বাক্স, প্রবাসী ভোটসহ বিভিন্ন বিষয়ে অগ্রগতি তুলে ধরেন।

advertisement image

Leave Your Comments