অনলাইন ডেক্স :
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায়প্র সিকিউশনের সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ।
এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাড়তি নিরাপত্তা ও অতিরিক্ত পুলিশ মোতায়েনের বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ৩ আগস্ট রোববার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলের দুই সদস্য হলেন, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, এই বিচারিক কার্যক্রম সরাসরি সম্প্রচার করবে দেশের একমাত্র রাস্ট্রীয় ইলেকট্রনিক মিডিয়া বাংলাদেশ টেলিভিশন।