মালয়েশিয়ায় ৩ বাংলাদেশি নিহত

Date: 2025-08-02
news-banner
অনলাইন ডেক্স :

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায়  বাংলাদেশের তিন নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। নিহতরা হলেন- মো. সাবের হাসান (৩০), মো. জাহিদ হাসান (২১) এবং আবদুল্লাহ (২৪)। শনিবার দেশটির স্থানীয় একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্তান সড়কে এই দুর্ঘটনা ঘটে। কুয়ান্তানের পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট মো. আদলি মাত দাউদ জানান, আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি টয়োটা আভানজা গাড়ি কুয়ান্তান থেকে কুয়ালালামপুরের দিকে যাচ্ছিল। সোজা পথে চলার সময় গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাঁ দিকে ছিটকে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তিনজন মারা যায়। ওই মময় আহত হন- মো. হাবিব বিশ্বাস (৪৫), মণীরাম চন্দ্রবাস (৪০)। তাদের চিকিৎসার জন্য তেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ আরও জানায়, গাড়িচালক মো. সাবের হাসানের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না।

advertisement image

Leave Your Comments