মাদারীপুরে চোখের অপারেশনে কৃষকের মৃত্যু, পলাতক ক্লিনিক কর্তৃপক্ষ

Date: 2025-08-30
news-banner

মাদারীপুর সংবাদদাতা:

জেলা মাদারীপুরের শিবচরে চোখের অপারেশন করাতে গিয়ে ভুল চিকিৎসার কারণে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বজনরা হাসপাতালের সামনে বিক্ষোভ করেছেন। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার মাদবরেরচর হাট বাজারে অবস্থিত ভিশন ইসলামিয়া চক্ষু হাসপাতালে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক শাহজাহান বেপারী (৫০) শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকিনগর এলাকার মৃত জহির উদ্দিন বেপারীর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, চোখের সমস্যা নিয়ে শুক্রবার সকালে শাহজাহান বেপারী শিবচরের ভিশন ইসলামিয়া চক্ষু হাসপাতালে ভর্তি হন। দুপুরে তার চোখের অপারেশন করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। অপারেশনের কিছুক্ষণ পরই তার প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়। পরে দ্রুত ইজিবাইকে করে পাশের পাঁচ্চরের একটি প্রাইভেট হাসপাতালে পাঠানো হলে ইজিবাইকের ভেতরেই তিনি মারা যান।

এদিকে শাহজাহানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে চক্ষু হাসপাতালের চিকিৎসক ও কর্তৃপক্ষ তালা মেরে পালিয়ে যান। এতে ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালের সামনে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, "এ ঘটনায় নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

হাসপাতালের কর্তৃপক্ষ পলাতক থাকায় তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


advertisement image

Leave Your Comments