কুমিল্লায় অস্ত্রসহ আইনজীবী গ্রেফতার

Date: 2026-01-22
news-banner

অনলাইন ডেক্স:

কুমিল্লায় এক সহকারী সরকারি কৌঁসুলিকে (এজিপি) আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এবং অপর একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও মোট ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নগরীর টমছমব্রিজ এলাকা থেকে আরিফুল ইসলাম (৩৬) নামের এক ব্যক্তিকে প্রথমে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে পাঁচ রাউন্ড গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে আইনজীবী ও সহকারী সরকারি কৌঁসুলি আই এম মাসুদুল হকের (৫১) বাসায় অভিযান চালানো হয়।

অভিযানে মাসুদুল হকের বাসা থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। এরপর তাকে আটক করা হয়।

কুমিল্লা ইপিজেড পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম জানান, আরিফুলকে আটকের পর তার মোবাইল ফোন তল্লাশি করে অস্ত্রের ছবি পাওয়া যায়। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি মাসুদুল হকের বাসায় অস্ত্রটি রাখা আছে বলে স্বীকার করেন। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে দুজনের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। আদালতে দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


তথ্য- কালেরকন্ঠ/এম ডিউক

Leave Your Comments