কোটি তরুণকে দক্ষতা প্রশিক্ষণ দিবে জামায়াত

Date: 2026-01-20
news-banner

  1. অনলাইন ডেক্স:

    বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী পাঁচ বছরে এক কোটি তরুণকে বাজারভিত্তিক দক্ষতা প্রশিক্ষণের আওতায় আনার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীতে আয়োজিত পলিসি সামিট ২০২৬ এ পরিকল্পনা তুলে ধরে দলটি।

    জামায়াত ইসলামী জানায়, দক্ষ জনশক্তি ও কর্মসংস্থান নিশ্চিত করতে একটি নতুন মন্ত্রণালয় গঠন করা হবে। পাশাপাশি প্রতিটি উপজেলায় ‘ইয়ুথ টেক ল্যাব’ স্থাপন এবং প্রতিটি জেলায় ‘জেলা জব ইয়ুথ ব্যাংক’ গড়ে পাঁচ বছরে ৫০ লাখ চাকরির সুযোগ তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

    জামায়াত আরও জানায়, পাঁচ বছরের মধ্যে দেশের এক কোটি তরুণকে বাজারভিত্তিক স্কিল প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি প্রতিটি উপজেলায় গ্র‍্যািজুয়েটদের জন্য ‘ইয়ুথ টেক ল্যাব’ স্থাপনের পরিকল্পনা রয়েছে। কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে প্রতিটি জেলায় ‘জেলা জব ইয়ুথ ব্যাংক’ গঠন করে পাঁচ বছরে ৫০ লাখ তরুণের জব এক্সেস নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

    এছাড়া উদ্যোক্তা উন্নয়নের অংশ হিসেবে নারী, তরুণ ও অবহেলিত জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিয়ে  স্বল্পশিক্ষিত যুবকদের জন্যও উপযোগী দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালুর ঘোষণা দেওয়া হয়। এছাড়া নারী ও তরুণদের অগ্রাধিকার দিয়ে পাঁচ লাখ উদ্যোক্তা এবং ১৫ লাখ ফ্রিল্যান্সার তৈরির পরিকল্পনার কথাও জানানো হয়।

    অনুষ্ঠানে দেশি-বিদেশি কূটনীতিক, রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ ও গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

    তথ্য-জাগোবিডি/এম ডিউক

Leave Your Comments