অনলাইন
ডেক্স:
আরাফাত
রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের জামায়াত মনোনীত
প্রার্থী মুফতি আমির হামজাকে ঝিনাইদহ জেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
শুক্রবার
(১৬ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক
ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে
দেওয়া এক স্ট্যাটাসে এই ঘোষণা দেন। তিনি লেখেন, মুফতি আমির হামজা তার বিতর্কিত ও বিকৃত
বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত ঝিনাইদহে অবাঞ্ছিত থাকবেন।
স্ট্যাটাসটি
প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে বিএনপির বিভিন্ন
পর্যায়ের নেতাকর্মীরা সমর্থনসূচক মন্তব্য করেন।
এ
বিষয়ে সাজেদুর রহমান পপ্পু বলেন, আরাফাত রহমান কোকো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও
বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। একজন মৃত ব্যক্তিকে নিয়ে
এ ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য ইসলামসম্মত নয়। যতক্ষণ পর্যন্ত মুফতি আমির হামজা তার বক্তব্য
প্রত্যাহার না করবেন, ততক্ষণ তাকে ঝিনাইদহে প্রবেশ করতে দেওয়া হবে না।
উল্লেখ্য,
কুষ্টিয়া ও ঝিনাইদহ পাশাপাশি জেলা হওয়ায় দুই জেলার মানুষের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও
সামাজিক যোগাযোগ ঘনিষ্ঠ। এ কারণে তার মন্তব্য দুই জেলাজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি
করেছে।
তথ্য-বিডিপ্রতিদিন/এম
ডিউক