অনলাইন ডেক্স:
জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান
বলেছেন, ক্ষমতায় গেলে ইনসাফভিত্তিক উন্নয়ন বাস্তবায়ন করা হবে। জনগণের ভোট ও সমর্থনের
মাধ্যমে সরকার গঠনের সুযোগ পেলে বাস্তবতার আলোকে দেশ পরিচালনা করা হবে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায়
উত্তরবঙ্গ সফরের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার আগে
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, জনগণের ভোটে,
তাদের ভালোবাসা ও সমর্থনে যদি আমরা দেশ সেবার সুযোগ পাই, তাহলে কোনো অলীক স্বপ্ন বা
মিথ্যা প্রতিশ্রুতি নয়, যৌক্তিকতা ও বাস্তবতার ভিত্তিতে দেশের জনগণের সম্পদ ব্যবহার
করে ইনসাফভিত্তিক উন্নয়ন এবং সমস্যার সমাধানে উদ্যোগ গ্রহণ করব। ভোট কেনাবেচার রাজনীতি
নিয়ে সমালোচনা করে জামায়াত আমির বলেন, আমরা মানুষ কেনার চিন্তা করি না, মানুষের জীবনের
প্রতি সম্মান দেখাই। যারা নিজেরাই এসব অনৈতিক কর্মকাণ্ডে জড়িত, তারাই এখন উদোর পিণ্ডি
বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। ১০ টাকা কেজি চালসহ নানা প্রলোভন দেখিয়ে ভোট প্রভাবিত
করার অপচেষ্টা চলছে। জনগণের ভোটাধিকারকে চোরাপথে প্রভাবিত করাকে আমরা ঘৃণা করি। ভোটারদের
উদ্দেশে তিনি বলেন, আপনি যে দল বা প্রার্থীকে পছন্দ করেন, নির্ভয়ে তাকে ভোট দিন। একটি
ভোটই নির্ধারণ করে দেবে আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব কারা পালন করবে। ভোট শুধু
অধিকার নয়, এটি একটি পবিত্র দায়িত্ব।
পরদিন সকালে ডা. শফিকুর রহমান জুলাই
গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর সকাল ১০টায় গাইবান্ধার
পলাশবাড়ীতে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন। একই দিন দুপুর ১২টায় বগুড়া, বিকেল ৪টায় সিরাজগঞ্জ
এবং সন্ধ্যা সাড়ে ৬টায় পাবনায় জনসভা শেষে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
তথ্য-কালেরকন্ঠ/এম ডিউক