করিমগঞ্জে খালাতো ভাইয়ের দা’র আঘাতে ভাই নিহত

Date: 2026-01-27
news-banner

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদাদাতা:

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে বায়েজিদ (২৩) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে তার খালাতো ভাইয়ের বিরুদ্ধে। মঙ্গলবার (২৭ জানুয়ারী) বিকেলে উপজেলার দক্ষিণ নানশ্রী গোলাপদীহাটি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত বায়েজিদ কিশোরগঞ্জ সদর উপজেলার কালিয়ারকান্দা গ্রামের ইব্রাহিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বায়েজিদ তার খালাতো ভাই রাকিবুল হাসানের (২৭) বাড়িতে যান। এ সময় পারিবারিক একটি বিষয় নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রাকিবুল হাসান দা দিয়ে বায়েজিদের গলায় আঘাত করেন।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বায়েজিদকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল কবির জানান, প্রাথমিক তদন্তে খালাতো ভাই রাকিবুল হাসানের আঘাতে বায়েজিদ নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত রাকিবুল হাসান মাদকাসক্ত বলেও প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।

Leave Your Comments