কারাগারে প্রেম, দুই খুনির বিবাহ

Date: 2026-01-23
news-banner

অনলাইন ডেক্স:

প্রেমের সামনে কারাগারের দেয়ালও যে বাধা হতে পারে না, তার ব্যতিক্রমী উদাহরণ তৈরি হলো ভারতে। রাজস্থানের আলওয়ারে কারাগারে গড়ে ওঠা সম্পর্ক এবার বিয়েতে রূপ নিচ্ছে। বর ও কনে-দুজনই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত খুনি।

রাজস্থান হাইকোর্ট বিশেষ মানবিক বিবেচনায় ১৫ দিনের জরুরি প্যারোলে মুক্তি দিয়েছেন দণ্ডপ্রাপ্ত প্রিয়া শেঠ ওরফে নেহা শেঠ এবং হনুমান প্রসাদকে। আজ শুক্রবার আলওয়ার জেলার বারোদামেভে তাঁদের বিয়ে অনুষ্ঠিত হচ্ছে। বিষয়টি রাজ্যজুড়ে ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।

প্রিয়া শেঠ ২০১৮ সালে টিন্ডারে পরিচয়ের সূত্রে দুষ্যন্ত শর্মাকে অপহরণ ও হত্যার দায়ে দণ্ডিত হন। অন্যদিকে হনুমান প্রসাদ ২০১৭ সালে পরকীয়া সম্পর্কের জেরে এক রাতে পাঁচজনকে হত্যা করার অপরাধে যাবজ্জীবন সাজা পান।

প্রায় ছয় মাস আগে সাঙ্গানের ওপেন জেলে দুজনের পরিচয় হয় এবং সেখান থেকেই সম্পর্কের শুরু। আদালতের অনুমতিতে সীমিত সময়ের জন্য মুক্ত হয়ে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন।

আইন, অপরাধ ও মানবিকতার সংযোগে গড়ে ওঠা এই বিয়ে এখন রাজস্থানের সবচেয়ে আলোচিত ঘটনায় পরিণত হয়েছে।


তথ্য- বিডি প্রতিদিন/এম ডিউক

Leave Your Comments