অনলাইন ডেক্স:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে
গোপালগঞ্জ-১ আসন (মুকসুদপুর-কাশিয়ানী) থেকে দুই প্রার্থী কারাগারে থেকেও নির্বাচনে
অংশ নিতে যাচ্ছেন-যা নির্বাচনী রাজনীতিতে বিরল ও আলোচিত ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
স্বতন্ত্র প্রার্থী আশ্রাফুল আলম (ফুটবল
প্রতীক) বর্তমানে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। তার ছোট ভাই ব্যারিস্টার
নাজমুর আলম জানিয়েছেন, নির্বাচনের আগেই জামিন না পেলে আশ্রাফুল আলম কারাগার থেকেই নির্বাচনী
কার্যক্রম চালাবেন। তার জমা দেওয়া হলফনামায় চারটি মামলার তথ্য উল্লেখ রয়েছে।
অন্যদিকে, গণঅধিকার পরিষদের প্রার্থী
কাবির মিয়া (ট্রাক প্রতীক) গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দি আছেন। তার হলফনামায় সাতটি
মামলার তথ্য রয়েছে। পারিবারিক সূত্র জানিয়েছে, উচ্চ আদালত তার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা
করেছেন। নির্বাচনের আগে মুক্তি না মিললে তিনিও কারাগার থেকেই নির্বাচনে অংশ নেবেন।
উল্লেখযোগ্যভাবে, প্রাথমিক যাচাই-বাছাইয়ে
দুই প্রার্থীর মনোনয়ন পত্রই বাতিল করা হয়েছিল। পরবর্তীতে উচ্চ আদালতের আদেশে আশ্রাফুল
আলমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। কাবির মিয়ার মনোনয়নের বিষয়টি এখনো যাচাই-বাছাই প্রক্রিয়াধীন
রয়েছে।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও গোপালগঞ্জের
জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান জানান, উচ্চ আদালতের আদেশের কপি দেরিতে পাওয়ায় বৃহস্পতিবার
যাচাই-বাছাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একই আসনে
দুই বন্দি প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণ এবারের সংসদ নির্বাচনে এক ব্যতিক্রমী ও নজিরবিহীন
দৃষ্টান্ত তৈরি করছে।
তথ্য-জাগোবিডি/এম ডিউক