কারাগার থেকে পালানো হত্যা মামলার আসামি গ্রেপ্তার

Date: 2025-08-13
news-banner
অনলাইন ডেক্স :
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি রিপনকে (২৯) ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। মঙ্গলবার রাতে পৌর এলাকার ভাদুঘর বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রিপন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রামেশ্বরপুর গ্রামের আকবর আলীর ছেলে। তাকে পুলিশের কাছে সোপর্দ করেছে র‌্যাব। র‌্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেন। গত বছরের ৬ আগস্ট সকাল পৌনে ৯টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ভেতরে থাকা কারাবন্দিরা মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কারাগারে ডিউটিরত কারারক্ষীদের জিম্মি করে পালানোর চেষ্টা করে। কারাবন্দিরা ভাঙচুর দাঙ্গা হাঙ্গামা ও অগ্নিসংযোগ করে কারাগারের ভেতরে বৈদ্যুতিক পিলার ভেঙে মই বানিয়ে দুপুর ১টা থেকে ২টার মধ্যে বাউন্ডারির ওপর দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় গাজীপুরের কোনাবাড়ি থানায় একটি মামলা দায়ের হয়। মামলার পর আসামিদের গ্রেপ্তারে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়।
advertisement image

Leave Your Comments