জুলাই খসড়া চূড়ান্ত; ঘোষণা ৫ আগস্ট

Date: 2025-08-02
news-banner
অনলাইন ডেক্স 

জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। আগামী মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় গণঅভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে তুলে ধরা হবে। এ বিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে। শনিবার (২ আগস্ট) প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। এর কিছু আগে আগামী ৫ আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র প্রকাশিত হবে বলে জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।

শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।মাহফুজ লেখেন, ‘জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। ৫ আগস্টের মধ্যেই ঘোষিত হবে ঘোষণাপত্র। ঘোষণাপত্র ইস্যুকে গণচেতনায় বাঁচিয়ে রেখে এটা বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ। ’উল্লেখ্য গত বছরের ৩১ ডিসেম্বর ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ ঘোষণার উদ্যোগ নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

advertisement image

Leave Your Comments