অনলাইন ডেক্স :
বাংলাদেশে জুলাই-আগস্ট গণহত্যার বিষয়ে জাতিসংঘের দেওয়া প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে ঘোষণা করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ হাইকোর্ট। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে হাইকোর্টের একটি বেঞ্চ নির্দেশ দেন। হাইকোর্টের আইনজীবী তানভীর আহমেদ বলেন, দোষীদের বিচার নিয়ে আগস্টে রিট করি। তখন আদালত রুল ইস্যু করেন। সে অনুযায়ী সরকার পদক্ষেপ নিয়েছে। ট্রাইব্যুনালকে পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে। আইনের সংশোধন আনা হয়েছে। তদন্ত সংস্থা সহ একটি প্রসিকিউশন টিম কাজ করছে। তার মধ্যেই জাতিসংঘ রিপোর্ট প্রকাশিত হয়েছে। সে রিপোর্টে ১৪০০ মানুষকে খুনের কথা উল্লেখ করা হয়েছে।