যুবদলকর্মীদের বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার অভিযোগ

Date: 2025-08-17
news-banner

অনলাইন ডেক্স :

নোয়াখালীর কোম্পানীগঞ্জে দখল ও চাঁদাবাজির প্রতিবাদ করায় সাহাব উদ্দিন (৫০) নামে বিএনপির এক নেতাকে গলাকেটে হত্যার চেষ্টা করেছে যুবদলের কর্মীরা। রোববার (১৭ আগস্ট) বিকেলে বসুরহাট হাসপাতাল রোডে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ও তার ভাইকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সাহাব উদ্দিন চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাফেজ আহম্মদের ছেলে। এসময় হামলাকারীদের হাত থেকে বাঁচাতে গেলে তার প্রবাসী ভাই বেলাল হোসেন (৩৭) আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে চরএলাহী ইউনিয়ন যুবদলের সদস্য ইব্রাহিম, ইসমাইল, সাব্বির ও বাহাদুরসহ ১০-১৫ জন একদল যুবক ধারালো অস্ত্র দিয়ে এ হামলা চালায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠান।

খোঁজ নিয়ে জানা গেছে, হামলাকারীরা চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রয়াত আবদুল মতিন তোতার ছেলে ও ঘনিষ্ঠজন। গত বছরের ৩০ আগস্ট সন্ত্রাসী হামলায় তোতা নিহত হন। সেই মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন সাহাব উদ্দিন, যিনি সম্প্রতি জামিনে মুক্ত হয়ে এলাকায় ফেরেন।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সন্ধ্যায় বসুরহাটে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করে উপজেলা বিএনপি। এতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপি নেতা ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম। তিনি অভিযোগ করেন, তোতা চেয়ারম্যানের ছেলেরা দীর্ঘদিন ধরে এলাকায় দখল-বাণিজ্য ও চাঁদাবাজি চালিয়ে আসছে। এর প্রতিবাদ করায় আজ বিএনপি নেতা সাহাব উদ্দিনকে হত্যাচেষ্টা করা হয়েছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান তিনি।

পরে ফেসবুক লাইভে এসে ঘটনাস্থলে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেন আবদুল মতিন তোতার ছেলে ইব্রাহিম তোতা (৪৭)। তার বিরুদ্ধে চরএলাহী ঘাট দখল, চাঁদাবাজি ও মা-মেয়ে ধর্ষণ মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে।

এ বিষয়ে জানতে বিএনপির সহ-পল্লী উন্নয়ন ও সমবায় সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার বলেন, “দুই পক্ষই আমাদের দলের লোক। কিন্তু তোতার ছেলেদের আমরা প্রশ্রয় দিই না। দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।”

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মাদ ফৌজুল আজিম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযান শুরু করেছে। হামলায় জড়িতদের গ্রেফতার ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

advertisement image

Leave Your Comments