অনলাইন
ডেক্স:
ত্রয়োদশ
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে সারাদেশে যৌথ বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে
সরকার। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন কেন্দ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে
মোট ১২ দিন মাঠে থাকবে যৌথ বাহিনীর সদস্যরা।
বুধবার
(২১ জানুয়ারি) স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি এ তথ্য নিশ্চিত করেন। নির্বাচনকে সামনে
রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক এক উচ্চপর্যায়ের সভায় তিনি এ ঘোষণা দেন।
রাজধানীর
তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সভায়
স্বরাষ্ট্র সচিব জানান, ভোটের চার দিন আগে যৌথ বাহিনী মাঠে নামবে। ভোটের দিন দায়িত্ব
পালনের পাশাপাশি ভোটের পর আরও সাত দিন তারা নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত থাকবে।
তিনি
আরও বলেন, আগামী পাঁচ দিনের মধ্যেই স্থানীয় পর্যায়ে বডি ক্যামেরা পৌঁছে দেওয়া হবে।
প্রয়োজনে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ড্রোন ব্যবহার করবেন।
স্বরাষ্ট্র
মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের নেতৃত্বে আজ থেকেই একাধিক টিম গঠন করা হয়েছে বলে জানান তিনি।
এসব টিম নির্বাচনসংক্রান্ত মাঠপর্যায়ের সব তথ্য ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ ও সংরক্ষণ করবে।
বডি ক্যামেরার মাধ্যমে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট এলাকার সঙ্গে সংযোগ স্থাপন করা সম্ভব
হবে এবং সব ঘটনা ভিডিও আকারে রেকর্ড করা যাবে।
তথ্য-
জাগোবিডি/এম ডিউক