জাতীয় নির্বাচন নয়; জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়নের আগে; এনসিপি

Date: 2025-07-27
news-banner

অনলাইন ডেক্স: 

 'জাতীয় সনদ’ ও জুলাই ঘোষণাপত্র’ বাস্তবায়নের আগে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার বিপক্ষে মত দিয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।তারা বলেছে, অবশ্যই জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের পরে নির্বাচনের তারিখ ঘোষণা করা যেতে পারে। আর জামায়াতে ইসলামী নারীদের জন্য সংরক্ষিত আসন আনুপাতিক হারে চায়।

রোববার রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সামনে আসেন বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন দলের নেতারা। এদিন ছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা সংলাপের ১৯তম দিনের বৈঠক। এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বলেন, “অন্তর্বতী সরকার যদি একটি দলের সাথে আলোচনা করে বা এক দলের সাথে কথাবার্তা বলে নির্বাচনের সময়সীমা ঘোষণা করে, তাহলে বাংলাদেশের বাকি ফ্যাসিবাদবিরোধী ALAb2Ls.jpegরাজনৈতিক দলগুলোর কাছে তা গ্রহণযোগ্য হবে না।“অবশ্যই জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের পরে নির্বাচনের তারিখ ঘোষণা করা যেতে পারে।”তিনি বলেন, “রাজনৈতিক দলগুলো যদি দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে সামগ্রিক রাষ্ট্রীয় স্বার্থ এবং বাংলাদেশের জনগণের পক্ষে যায়-এরকম সুপারিশগুলোতে একমত হতে পারে, তাহলে জুলাইয়ের মধ্যে জুলাই সনদ প্রণয়ন করা সম্ভব। ”আখতার বলেন, সে ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা সবচেয়ে বড় ভূমিকা রাখবে বলে এনসিপি মনে করে।দলটির সদস্য সচিব বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হতে পারে-এরকম একটা সময়সীমা অনেক আগেই বলেছেন। আমরা মনে করি এই সময়সীমার মধ্যেই বিচার ও সংস্কার দৃশ্যমান পর্যায়ের উন্নীত করা সম্ভব। একই সাথে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ সরকার এবং রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার মধ্য দিয়ে বাস্তবায়ন করা সম্ভব। সে সময়কালের মধ্যে নির্বাচন আয়োজন হতে পারে।”

জুনে লন্ডনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর দেওয়া যৌথ ঘোষণার বিরোধিতার কথা তুলে ধরে আখতার হোসেন বলেন, “যদি সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা না করে সরকার নির্বাচনের দিকে অগ্রসর হয়, সেটা যে গ্রহণযোগ্য হবে না, সেটা বলার অবকাশ রাখে না।”

যৌথ ঘোষণায় সকল প্রস্তুতি শেষ হওয়া সাপেক্ষে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচনের সম্ভাব্য সময় জানানো হয়েছিল।এছাড়া, শনিবার ১৩টি রাজনৈতিক দল ও একটি জোটের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর ১২ দলীয় জোটের সমন্বয়ক মোস্তফা জামাল হায়দার বলেছেন, চার-পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেন।এনসিপি সদস্য সচিব বলেন, সেই নির্বাচন যেটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে, যারা বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করছেন-এই ফ্যাসিবাদবিরোধী পক্ষগুলোর সাথে আলোচনা ছাড়াই যদি সরকার নির্বাচনের মত বিষয়কে খোলাসা করতে শুরু করে, এটাকে যদি সুনির্দিষ্ট করতে শুরু করে তাহলে নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়টি আমরা পুনর্বিবেচনা করব।”

advertisement image

Leave Your Comments