জাতীয় নাগরিক পার্টির যুব সম্মেলন ১২ আগস্ট

Date: 2025-08-10
news-banner

অনলাইন ডেক্স :

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জাতীয় যুবশক্তি আয়োজন করবে জাতীয় যুব সম্মেলন ২০২৫। আগামী ১২ আগস্ট কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। শনিবার (৯ আগস্ট) রাতে জাতীয় যুবশক্তির সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। সেখানে বলা হয়, জাতীয় যুব সম্মেলনে প্রধান অতিথি থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া বিএনপি, জামায়াতসহ দেশের প্রধান প্রধান দলের জাতীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। 

অনুষ্ঠানে যুব সমাজের ইশতেহার ঘোষণা ও যুব শপথ পাঠ করবেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম। যুব শক্তির সকল কর্মসূচি জানাতে  আজ রোববার জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কার্যালয়ে মিট দ্য প্রেসের আয়োজন করা হয়েছে বলেও জানাগেছে। 

advertisement image

Leave Your Comments