অনলাইন ডেক্স:
যশোরে এক দোকানদারকে কুপিয়ে
হত্যার পর হামলাকারীকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (২০ জানুয়ারি)
বিকেলে জেলার চৌগাছা উপজেলার সলুয়া বাজারে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- যশোর সদর
উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের তবজেল মল্লিকের ছেলে রফিকুল ইসলাম (৪২)
ও হযরত আলীর ছেলে আব্দুল আলীম পলাশ হোসেন (৩৫)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে
জানা গেছে, যশোর সদর উপজেলার জগহাটি গ্রামের পলাশ একই গ্রামের রফিকুল ইসলামের কাছে
কিছুদিন আগে জমি বিক্রি করেন। পরে ওই জমিই পলাশ তার মা ও বোনকে দিয়ে হকসেবা করান। বিক্রি
করা জমি আবার হকসেবা করা নিয়ে রফিকুল ইসলাম ও পলাশের মধ্যে বিরোধ চলছিলো। রফিকুল ইসলাম
হকসেবা তুলে নিতে পলাশকে চাপ দিচ্ছিলেন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রফিকুল ইসলাম
সলুয়া বাজারে নিজের মুদি দোকান খুলতে বাড়ি থেকে রওনা দেন। তিনি চৌগাছা উপজেলার সলুয়া
কলেজসংলগ্ন আপেলের স’মিলের সামনে পৌঁছালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা পলাশ তার ওপর হামলা
চালায়। এসময় পলাশ ধারালো হাসুয়া দিয়ে রফিকুল ইসলামের মাথা ও মুখমণ্ডলে এলোপাতাড়ি কুপিয়ে
গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে
প্রাথমিক চিকিৎস্যা শেষে ঢাকায় পাঠানোর পথে তার মৃত্যু হয়। এদিকে, হামলার খবর পেয়ে
স্থানীয়রা পলাশকে ধরে গণপিটুনি হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ
(ওসি) রেজাউল করীম বলেন, জমিজমা বিরোধের জের ধরে পলাশ রফিকুলকে কুপিয়ে হত্যা করে। এই
খবর পেয়ে স্থানীয়রা পলাশকে গণপিটুনি দেয়। এতে পলাশেরও মৃত্যু হয়েছে। এ বিষয়ে তদন্ত
চলছে।
তথ্য- জাগোবিডি/এম ডিউক